হোম > সারা দেশ > খুলনা

শিবচরে বন্ধুদের বিরুদ্ধে কিশোরকে হত্যার অভিযোগ

প্রতিনিধি, (শিবচর) মাদারীপুর

মাদারীপুরের শিবচরে লাবিব মিয়া (১৫) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। বন্ধুরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করছে নিহতের পরিবার।

এ ঘটনায় ওই কিশোরের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করে শিবচর থানায় মামলা করেছেন। এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

লাবিব মিয়া উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের মুজাহিদ হোসেন জুলহাস ব্যাপারীর ছেলে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৮ মার্চ বন্ধু সুমন ও কাউছার উপজেলার বাংলাবাজার ঘাটে যাওয়ার কথা বলে লাবিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। লাবিব, সুমন ও কাওছার মটরসাইকেলযোগে বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। ইউনিয়নের মদন মোড়লের কান্দি গ্রামের মান্নান মোড়লের বাড়ির কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জুলফিকার মুন্সি, মোজাম্মেল মাদবর, মোহাম্মদ আলী মাদবর, নুরু মল্লিক, কালা মিয়া মল্লিক, লাবলু মল্লিক, সোহাগ মল্লিক, দিদার মুন্সিসহ আরো ২০/২৫ জন তাদের গতিরোধ করে।

এসময় সুমন মিয়া, কাউছারসহ গতিরোধকারী দলের সবাই মিলে দেশীয় অস্ত্র দিয়ে লাবিবের ওপর হামলা চালায়। তাকে পিটিয়ে গুরুতর আহত এবং মুখে বিষাক্ত তরল পদার্থ ঢেলে দেয়। এসময় লাবিবের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।   

প্রথমে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ সুমন ও কাউছারকে গ্রেফতার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন