হোম > সারা দেশ > যশোর

যশোরে বিএনপি নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা ও ভাংচুর 

যশোর প্রতিনিধি

যশোরে বিএনপি নেতার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করেছে হেলমেট পরা এক দল দুর্বৃত্ত। আজ শনিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে এই হামলা চালানো হয়। এ সময় দুটি মোটরসাইকেল, বাড়ির দরজা ও থাই গ্লাস ভাংচুর করা হয়। তবে কেউ আহত হননি। 

বাড়ির মালিক ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইদ্রিস আলী বলেন, ‘শনিবার দুপুরে বাড়ির সামনে পুলিশের গাড়ি ছিল। গাড়িটি বিকেল ৩টার দিক নারাঙ্গালী বাজারে দিকে চলে যায়। কিছুক্ষণ পরে মোটরসাইকেলে হেলমেট পরিহিত ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত এসে আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা দুটি মোটরসাইকেল, বাড়ির দরজা, থাই গ্লাস ভাংচুরসহ নারকীয় তাণ্ডব চালিয়েছে। আমার বাসার জায়গায় আশা এনজিওর অফিস। তাদেরকেও রেহায় দেয়নি। হামলাকারীরা হেলমেট পরিহিত থাকায় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের এমন তাণ্ডব গোটা এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।’ 

এ বিষয়ে জানতে শনিবার রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, পরিদর্শক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। আর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘এমন কোনো ঘটনা জানা নেই। অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নিবে।’

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ