হোম > সারা দেশ > যশোর

৯ কোটি ২৪ লাখ টাকা খেলাপি, ঈগলের পরিবহনের মালিক ও স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি

৯ কোটি ২৪ লাখ ৪৪ হাজার টাকা ঋণ খেলাপির অভিযোগে যশোরের অর্থঋণ আদালতে ঈগল পরিবহনের মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। পরে অর্থঋণ আদালতের বিচারক খায়রুল ইসলাম আসামিদের নামে সমন জারি করেন। 

আজ বুধবার ব্যাংকের কর্মকর্তা যশোর শাখার ক্রেডিট ইনচার্জ মো. আলিমুজ্জামান বাদী হয়ে যুগ্ম জেলা জজ ১ এর আদালতে মামলাটি দায়ের করেন। 

ব্যাংকের আইনজীবী আবুল খায়ের বিষয়টি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী অশোক রঞ্জন কাপুড়িয়া ২০১৭ সালের ২৭ মার্চ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক যশোর শাখা থেকে অর্ণব এন্টারপ্রাইজের নামে এলটিআর ঋণ নেন ৮ কোটি ৮৯ লাখ টাকা। ওই সময় তিনি মসুরির ডাল আমদানির জন্য এলসি করেন ১০ কোটি ৩১ লাখ টাকার। এরপর তিনি ব্যাংকের টাকা আর পরিশোধ করেননি। 

সর্বশেষ ২০২২ সালের ২২ মে তৃতীয় দফায় তাদের ঋণ পুনঃতফসিল করে ব্যাংক কর্তৃপক্ষ। এতেও অর্ণব এন্টার প্রাইজের মালিক অশোক রঞ্জন কাপুড়িয়া ও তাঁর স্ত্রী রাধা রানী কাপুড়িয়া টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করেন। অবশেষে আজ (বুধবার) ৯ কোটি ২৪ লাখ ৪৪ হাজার টাকা ঋণ খেলাপির অভিযোগে মামলা করে ব্যাংকের যশোর শাখা। 

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ২৩ অক্টোবর ব্যবসায়ী অশোক রঞ্জন কাপুড়িয়ার ছোট ভাই পবিত্র কাপুড়িয়ার বিরুদ্ধে ২০ কোটি ৬০ হাজার টাকার চেক ডিজঅনারের একটি মামলা করে এনসিসি ব্যাংকের যশোর শাখা। মামলার বাদী ছিলেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের যশোর শাখার নির্বাহী কর্মকর্তা হাসান সাঈদ। 

এ ব্যাপারে ঈগল পরিবহনের স্বত্বাধিকারী অশোক রঞ্জন কাপুড়িয়া বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা