হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত, যান চলাচল বন্ধ

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকায় পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের উত্তর দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, জয়দেবপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকামুখী লেনে ময়মনসিংহ, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে জয়দেবপুরের রাজবাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছে শত শত গণপরিবহন। তবে বিকেল ৫টা পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, বিকেল ৫টার আগে উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে পারবেন কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. রেজাউল করিম বলেন, একটি তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী দল এসে ট্রেন চলাচলের জন্য লাইন স্বাভাবিক করবে।

স্টেশন মাস্টার আরও বলেন, আজ বিকেল ৫টার আগে এই লাইনে কোনো ট্রেন নেই। আশা করছি, বিকেল ৫টার আগেই দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা হবে। 

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা