হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে প্রাইভেট কারের ধাক্কায় শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেংরা-ছাতিরবাজার আঞ্চলিক সড়কের বৃন্দাবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ফয়সাল আহমেদ (২৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। তিনি ডিবিএল সিরামিক কারখানায় চাকরি করতেন।

নিহতের প্রতিবেশী আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ফয়সাল ডিবিএল সিরামিক কারখানায় চাকরি করতেন। শুক্রবার ছুটি থাকায় তিনি নিজের মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে দাওয়াত খেতে রওনা করেন। শ্রীপুরের টেংরা এলাকায় তাঁদের যাওয়ার কথা ছিল। কিন্তু ছাতিরবাজার-টেংরা সড়কের বৃন্দাবনে আসার পর পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন।

অন্যদিকে দুর্ঘটনা ঘটিয়ে প্রাইভেট কারের চালক দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় গুরুতর আহত ফয়সাল আহমেদ ঘটনাস্থলেই মারা যান। চিকিৎসাধীন আহত বন্ধুর পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে অজ্ঞাতনামা একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়। প্রাইভেট কারটিকে শনাক্ত করা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা