গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম।
এ ঘটনায় নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বরমী ইউনিয়নের জুলহাস মিয়ার স্ত্রী নারী শ্রমিক প্রিয়া আক্তার (২২), জামান ফ্যাশনের যাত্রীবাহী বাসের চালক ও পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাচুয়া গ্রামের মো. হাদিউল ইসলামের ছেলে মো. তাজুল ইসলাম (৩২) এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চরমাধাখালী গ্রামের সামাল উদ্দিনের ছেলে ইলিয়াস উদ্দিন। বাকি দুজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু খবর পাওয়া গেছে। তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।