হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় দুই ছিনতাইকারীকে গণপিটুনি

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

আটক দুই ছিনতাইকারী। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়ায় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তাঁরা।

আটক ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠাননগর গ্রামের মোশারফ হোসেন শাহিন এবং একই গ্রামের মেহেদী হাসান। তাঁদের সঙ্গে থাকা ইসমাইল নামের অপর ছিনতাইকারী পালিয়ে গেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা হাজারিপুকুর এলাকা থেকে ছিনতাইকারীদের ধরা হয়। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরী ব্রিজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া কাজিরদিঘি এলাকা থেকে মুহুরীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন এক নারী যাত্রী। তখন চালক ছাড়াও যাত্রী বেশে দুই যুবক বসা ছিলেন। অটোরিকশাটি মুহুরী ব্রিজের কাছাকাছি এলে ওই নারীর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান ওই দুই যুবক। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে একটি নির্জন এলাকায় নারী যাত্রীকে নামিয়ে দিয়ে মুহুরীগঞ্জের দিকে চলে যায় অটোরিকশাটি। পরে ওই নারী অপর একটি অটোরিকশায় উঠে ছিনতাইকারীদের পিছু নেন।

ছিনতাইকারীরা মুহুরীগঞ্জ হাইওয়ে স্ট্যান্ড দিয়ে ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করেন। পরে রেললাইন দেখে পেছনে ফেরার সময় ওই নারী যাত্রী তাঁদের দেখে ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করতে থাকেন। তখন ছিনতাইকারীরা রেলওয়ে ক্রসিং পার হয়ে ছাগলনাইয়ার দিকে দ্রুত চলে যান। পেছন থেকে স্থানীয় লোকজন সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে তাঁদের ধাওয়া দেয়। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে দক্ষিণ কুহুমা হাজারিপুকুর এলাকায় তাঁদের আটক করে গণপিটুনি দেয়। পরে আটক দুজনকে ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার এস আই মো. শহিদুল ইসলাম বলেন, আটক দুজন ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে। তাঁদের ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল