হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাতমন্দির রোড এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুই শিশু হলো পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে ফয়সাল ফারাবী (৯) এবং ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে সাখাওয়াত হোসেন (৮)। তারা পরিবারের সঙ্গে সাতমন্দির রোডের শেখ ভবনে ভাড়া থাকত।

ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ বলেন, দুই শিশু শুক্রবার সন্ধ্যার দিকে খেলতে বের হয়। অনেকক্ষণ পরও তারা ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে তাদের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই সালাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত সেপটিক ট্যাংকে পড়ে শিশু দুটির মৃত্যু হয়। তাদের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভবনটির নির্মাণকাজ চলমান থাকলেও নিরাপত্তাব্যবস্থা ছিল না। সেপটিক ট্যাংকের মুখ খোলা ছিল। সেখানে কোনো ঢাকনা বা সতর্কতামূলক ব্যবস্থা ছিল না।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল