হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল বাতিলসহ নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহক সমাবেশ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে সোমবার বিকেলে মানববন্ধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। সোমবার (১২ মে) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

বক্তারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতি প্রতি মাসে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠায়, যা অনেক সময় গ্রাহকদের বোঝা হয়ে দাঁড়ায়। এ ছাড়া মিটার চার্জ, ডিমান্ড চার্জসহ বিভিন্ন অযৌক্তিক ফি গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয়। বিশেষভাবে এপ্রিল মাসে আসা বিল ছিল অত্যন্ত অস্বাভাবিক, যার জন্য গ্রাহকেরা সমিতির কাছে প্রতিবাদ জানিয়ে বিলটি বাতিলের দাবি জানান।

গ্রাহকদের মধ্যে একজন বলেন, ‘আমরা নিজেরাই টাকা দিয়ে মিটার কিনেছি, অথচ পল্লী বিদ্যুৎ আমাদের কাছ থেকে সেই মিটারের ভাড়া নিচ্ছে। এটা কীভাবে সম্ভব?’

এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম শিশির, মিরাজ হোসাইন, আনোয়ার হোসেন মজুমদার, এমরান হোসেন প্রমুখ। তাঁরা পল্লী বিদ্যুৎ সমিতির এই অনিয়মের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি