হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ছাগলনাইয়া পৌর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন জিতু (২০) এবং শুভপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. নজরুল ইসলাম (৪০)। শাহাদাৎ হোসেন জিতু ফেনী সদর থানার পূর্ব কাজিরবাগ এলাকার মো. সেলিমের ছেলে। আর মো. নজরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাত্রাকালে মুহুরীগঞ্জ এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই সময় গাড়িবহরের অন্তত ২০-২৫টি গাড়ি ভাঙচুর করা হয়।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় শাহাদাৎ হোসেন জিতু ও মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ