হোম > সারা দেশ > ফেনী

অন্ধকার ও বৈরী আবহাওয়ায় ফেনী সীমান্তে ১১ জনকে ঠেলে দিল বিএসএফ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার যশপুরের মটুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গভীর রাতে ফেনী ব্যাটালিয়নের টহল দল মটুয়া এলাকায় টহল দেওয়ার সময় শিশুসহ ১১ জনকে আটক করে। তাদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনটি শিশু রয়েছে। বিএসএফ রাতের অন্ধকার ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং সুকৌশলে বাংলাদেশে পুশ ইন করে।

আটক ব্যক্তিরা জানান, তাঁরা গৃহকর্মীসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে চোরাই পথে বিভিন্ন সময় দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। তাদের থেকে প্রাপ্ত জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, সবাই বাংলাদেশের নাগরিক। বিজিবি প্রাথমিকভাবে বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হয়ে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করেছে।

আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মো. রাসেল হাসান শেখ (৩৩) ও শ্যামলী খাতুন (৩৫), সদরের পলিডাঙ্গা গ্রামের সোনালী খাতুন (৩২), যশোর সদরের পেরুলিয়া গ্রামের হোসনেয়ারা (৪০), নোয়াপাড়া উপজেলার নওলী মোল্লাবাড়ি গ্রামের সালমা (৪৫) ও মিনা (৪২), সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাতপুর গ্রামের হোসনে আরা বেগম (৬০) ও সেলিনা বেগম (৪৫) এবং তিনটি শিশু।

বিজিবি জানায়, এ ঘটনায় ৪ বিজিবির কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ বিএসএফ কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যাটালিয়ন অধিনায়ক প্রতিবাদলিপি দিয়েছেন। পুশ ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চুরি মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

সোনাগাজীতে শিশুর হাতে বন্দুক—ফেসবুকে ছবি

নিষিদ্ধ সময়েও ব্যস্ত সোনাগাজীর জেলেরা

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩