হোম > সারা দেশ > ফেনী

অন্ধকার ও বৈরী আবহাওয়ায় ফেনী সীমান্তে ১১ জনকে ঠেলে দিল বিএসএফ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে পুশ ইনের শিকার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার যশপুরের মটুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গভীর রাতে ফেনী ব্যাটালিয়নের টহল দল মটুয়া এলাকায় টহল দেওয়ার সময় শিশুসহ ১১ জনকে আটক করে। তাদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনটি শিশু রয়েছে। বিএসএফ রাতের অন্ধকার ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং সুকৌশলে বাংলাদেশে পুশ ইন করে।

আটক ব্যক্তিরা জানান, তাঁরা গৃহকর্মীসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে চোরাই পথে বিভিন্ন সময় দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। তাদের থেকে প্রাপ্ত জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, সবাই বাংলাদেশের নাগরিক। বিজিবি প্রাথমিকভাবে বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হয়ে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করেছে।

আটক ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মো. রাসেল হাসান শেখ (৩৩) ও শ্যামলী খাতুন (৩৫), সদরের পলিডাঙ্গা গ্রামের সোনালী খাতুন (৩২), যশোর সদরের পেরুলিয়া গ্রামের হোসনেয়ারা (৪০), নোয়াপাড়া উপজেলার নওলী মোল্লাবাড়ি গ্রামের সালমা (৪৫) ও মিনা (৪২), সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাতপুর গ্রামের হোসনে আরা বেগম (৬০) ও সেলিনা বেগম (৪৫) এবং তিনটি শিশু।

বিজিবি জানায়, এ ঘটনায় ৪ বিজিবির কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ বিএসএফ কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যাটালিয়ন অধিনায়ক প্রতিবাদলিপি দিয়েছেন। পুশ ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ