হোম > সারা দেশ > ফেনী

হলুদ-মরিচের মসলায় ইটের গুঁড়া, ২ ব্যবসায়ীকে জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে হলুদ-মরিচের গুঁড়া মসলায় ইটের গুঁড়া মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে দুই দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে সোনাগাজী পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। অভিযানে প্রায় ২০ মণ ভেজাল মসলার গুঁড়া জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

দণ্ডিতরা হলেন সোনাগাজী পৌর শহরের মাছবাজার সংলগ্ন শহীদ স্টোরের মালিক শহীদুল ইসলাম এবং আমির আইসক্রিম কারখানার মালিক আমির হোসেন। 

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ হলুদ–মরিচের গুঁড়া মসলায় ইটের গুঁড়া মিশিয়ে বাজারজাত করে আসছেন। আমির হোসেনও মেয়াদহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। 

এ সময় সোনাগাজী মডেল থানার পুলিশ ও সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডা. নূরনবী উপস্থিত ছিলেন। 

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল