হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

মো. হানিফ। ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় মো. হানিফ (৩৫) নামের এক যুবকের দুই হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁকে হত্যার তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের মা বালি বিয়া (৭০) বলেন, ‘আমাদের গ্রামের আহমদ উল্লাহর ছেলে চোরাকারবারি করিম জুনা ও তার সহযোগীরা ঘটনার দিন সন্ধ্যায় হানিফকে ঘর থেকে ডেকে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে দুই হাত কেটে কুপিয়ে হত্যা করেছে। সন্ধ্যা ৭টার দিকে হানিফের দুই বন্ধু ফারুক ও রিয়াজ আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের দুই হাত কাটা অবস্থায় লাশ দেখতে পাই। ময়নাতদন্ত শেষে (মঙ্গলবার) বাদ আসর জানাজা শেষে হানিফের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’ পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ