হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বাবার সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিশু আনিসার

দিনাজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুল যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আনিসা নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির বাবা কলেজশিক্ষক আবু হাসনাত ডনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার সকাল ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার গাবুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে মেয়েকে মোটরসাইকেলে করে দিনাজপুর শহর থেকে চিরিরবন্দরে স্কুলে যাচ্ছিলেন। তাঁরা গাবুড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা ট্রাক ধাক্কা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে পাশ দেওয়া সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজন আহত বাবা-মেয়েকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আনিসাকে মৃত ঘোষণা করেন।

আনিসা চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা একটি কলেজের শিক্ষক। তাদের বাড়ি চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে।

দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি