হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে ব্রিজের মধ্যখানে গর্ত, ঝুঁকিতে যান চলাচল

প্রতিনিধি


দিনাজপুর: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর ওপর নির্মিত ভাতগাঁও ব্রিজে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ঝুঁকিতে পড়েছে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে চলাচলকারী অসংখ্য যানবাহন।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, ব্রিজটির পশ্চিম অংশে একটি বড় ফাটল দেখা যায়। এ অবস্থায় পঞ্চগড় থেকে পাথরবোঝাই ১০ চাকার ভারী ট্রাকসহ সব ধরনের যান চলাচল অব্যাহত রয়েছে। এর ফলে ব্রিজে ফাটলটি আরও বড় গর্তের সৃষ্টি হয়ে রড বের হয়ে এসেছে।

এ অবস্থায় দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ খবর পেয়ে ব্রিজের ফাটল ধরা স্থানে লাল পতাকা লাগিয়েছে।

এ পথে নিয়মিত চলাচলকারী ট্রাকচালক শরিফুল ইসলাম বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন দিন-রাত ট্রাকসহ অসংখ্য গাড়ি যাতায়াত করে। কিন্তু এই ব্রিজটির মাঝে গর্ত দেখা দেওয়ায় আমাদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রিজটি তাড়াতাড়ি মেরামত না করলে এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে। তাতে করে আমরা অনেক সমস্যায় পড়ব।’

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ব্রিজটির ওপর বেইলি ব্রিজ সেট করে ফাটল স্থান মেরামতের কাজ শুরু হয়েছে। ব্রিজটির বয়স প্রায় ৬০ বছর। পুরোনো হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। ব্রিজটির এক পাশ দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকিপূর্ণ নয় বলে জানান তিনি।

 

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক