হোম > সারা দেশ > দিনাজপুর

সন্তান অসুস্থ শুনে বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় রাজস্ব কর্মকর্তার মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সন্তানের অসুস্থতার খবর শুনে বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহাদৎ হোসেন (৪০) নামের এক রাজস্ব কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুল ইসলাম (৫৫) নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহি হরিদাশ চন্দ্র (৩৯) আহত হয়েছেন। 

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্তানের অসুস্থতার খবর শুনে শাহাদৎ হোসেন অফিস শেষে মোটরসাইকেলে সৈয়দপুরে পরিবারের কাছে যাচ্ছিলেন। এ সময় ফুলবাড়ী রেলক্রসিং এলাকায় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে মধ্যপাড়া থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। 

নিহত শাহাদাৎ হোসেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাদিহাট গ্রামের আলহাজ্ সুলতান আলীর ছেলে। 

ওসি আরও বলেন, মোটরসাইকেলে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম ও সিপাহি হরিদাশও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

এ ঘটনায় ট্রাকচালক রাজুকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। পাথরবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে। 

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ