হোম > সারা দেশ > দিনাজপুর

ঈদে বাড়ি ফিরবেন বলে বাবা–মাকে কথা দিয়েছিলেন মুরসালিন

প্রতিনিধি (দিনাজপুর) 

কোরবানি ঈদে কেনাকাটার জন্য তিন দিন আগে বাবাকে মোবাইলের মাধ্যমে সাড়ে চার হাজার টাকা পাঠিয়েছিলেন মুরসালিন। মা-বাবাকে জানিয়েছিলেন গত ঈদে আসতে পারেননি কিন্তু এবার আসবেন। এর জন্য কয়েকজন মিলে একটি গাড়িও ঠিক করেছিলেন। কিন্তু বাবাকে দেওয়া সেই কথা রাখা হলোনা তাঁর। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাশেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফ দিয়ে আহত হন মুরসালিন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মুরসালিনের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুখদেবপুর গ্রামে। বাবা আনিসুর রহমান পেশায় কৃষি শ্রমিক। দুই ভাইবোনের মধ্যে মুরসালিন বড়। শনিবার সকালে মুরসালিনের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। বাড়ি ভর্তি লোকজন। 
 
বাড়ি ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বারান্দায় বিলাপ করে গড়াগড়ি করছেন মা মোকছেদা বেগম। স্বজনদের জড়িয়ে ধরে কাঁদছেন আর ছেলের কথা বলছেন। 

মুরসালিনের বাবা আনিসুর রহমান জানান, প্রায় সাড়ে তিন বছর আগে ছেলেকে তাঁর মামার সঙ্গে নারায়ণগঞ্জে কাজের জন্য পাঠান। এর আগে এলাকায় ট্রলিতে হেলপারের কাজ করতেন মুরসালিন। ঘটনার দিন সন্ধ্যায় মামা ফোন করে কোম্পানিতে আগুন লাগার খবর দেন। মুরসালিন তিনতলা থেকে লাফ দেওয়ার সময় আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে রাত ১১টায় জানতে পারেন ছেলে আর নেই।
 
আনিসুর রহমান বলেন, আমাদের আর দেখার মতো কেউ থাকল না। বোনটাকে বিয়ে দিয়ে ছেলেটা আমার সংসারটা গোছাচ্ছিল। সেই ছেলেটা আমার চলে গেল। এখনো লাশ আসেনি। ওর মামা বলেছে, ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে নিয়ে আসবে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় হাশেম ফুডস লিমিটেডে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক