হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে জামায়াতের মিছিল, গ্রেপ্তার ৫ 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে জামায়াতের নেতা-কর্মীরা শহরের প্রধান সড়কে ঝটিকা মিছিল করে এবং পৌর শহরের নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশের প্রস্তুতি নেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা।

এ সময় পুলিশ ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন (৫৫), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকার মাসুদ আলী (৫২) এবং একই উপজেলার হাজরাপুর এলাকার মোস্তাফিজুর রহমান (৬২), পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুলবান্দা গ্রামের মমিন মিঞা (৪৮), একই গ্রামের বুলবুল (৫৫)। তাঁরা সবাই জামায়াতের নেতা-কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে সড়কে আকস্মিক জড়ো হন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। একপর্যায়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে শুরু করেন তাঁরা। পরে পুলিশ সেখানে এলে ছত্রভঙ্গ হয়ে যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এরপর আর তাঁদের দেখা যায়নি। 

জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিরামপুরে সংঘটিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তারা। সে সময় ধাওয়া করে পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় অন্যরা পালিয়ে যান।

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতে তাঁদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। 

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে