হোম > সারা দেশ > দিনাজপুর

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, শিক্ষার্থীসহ আহত অর্ধ-শতাধিক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আফসার আলী (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও বাসের চালক, হেলপারসহ অর্ধশত যাত্রী।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের বেজাই মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফসার আলী উপজেলা এলুয়াড়ী ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের মৃত সজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রায়হান মণ্ডল ও অনুপ রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ থেকে শাহী স্পেশাল নামে একটি বাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে রাজশাহী যাচ্ছিল। এ সময় ভ্যানচালক আফসার আলী অসতর্কতাভাবে বেজাই মোড় থেকে সড়ক পার হচ্ছিলেন। তখন বাসটির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী আহাদ এন্টারপ্রাইজ নামের নাইটকোচের সঙ্গে সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এ সময় স্থানীয়রা রাজশাহীগামী বাসটিতে থাকা ৪০ থেকে ৪৫ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও অপর বাসের ১০ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অপরদিকে বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানচালক আফসার আলী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তাকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ সময় দিনাজপুর যাওয়ার পথেই ভ্যানচালকের মৃত্যু হয় বলে জানা গেছে।

এ বিষয়ে আমবাড়ী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীসহ যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

আসাদুজ্জামান আরও বলেন, ‘ভ্যানচালক আফসার আলীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার্থীরা সবাই বীরগঞ্জ উপজেলার বাসিন্দা, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে রওনা দিয়েছেন।’ 

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি