হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

কয়েক দিনের টানা বর্ষণে চার দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ী বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। চার দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ টাকায়। তা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে মরিচখেত নষ্ট হওয়ার কারণে সরবরাহ কম হওয়ায় মরিচের দাম বেড়েছে। 

আজ সোমবার সকালে ফুলবাড়ী পৌর বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। চার দিন আগেও যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজিতে, আজ সোমবার তা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। 

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের ওপর এর প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচা মরিচ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যটির দাম বাড়ছে বলে বলছেন স্থানীয় সবজি ব্যবসায়ীরা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

বাজার করতে আসা শাহিনুর ইসলাম নামের একজন ক্রেতা বলেন, ‘বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। কদিন আগেই ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। তা কিনতে হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের চলা কঠিন হয়ে যাবে।’ 

ফুলবাড়ী পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী শাহাজামাল ও উত্তম কুমার বলেন, ‘কয়েক দিনের বৃষ্টির পানিতে কাঁচা মরিচের খেত নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী বাজারে কাঁচা মরিচ সরবরাহ হচ্ছে না। এ কারণে বাইর থেকে বেশি দামে কাঁচা মরিচ কিনে আনতে হচ্ছে। স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, ঘন বৃষ্টিতে মরিচখেত নষ্ট হওয়ায় উৎপাদন কমে যাচ্ছে, এতে আমাদের লোকসান গুনতে হচ্ছে।’

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক