হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে দেওয়া ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ ব্যক্তিকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের ঠেলে দেওয়া হয় বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।

২৯ বিজিবি অচিন্তপুর বিওপির নায়েব সুবেদার রফিকুল ইসলাম জানান, ভারতের গুমশি ক্যাম্পের বিএসএফ সদস্যরা গতকাল দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ২৫১/১ এস পিলারের পাশ দিয়ে ১৫ ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে পুশ ইন করে। এ সময় বিএসএফ তাদের সীমান্তের লাইট বন্ধ করে দেয়। পরে অচিন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা পুশ ইন করা ব্যক্তিদের আটক করে বিওপি ক্যাম্প হেফাজতে নেন। আটক ব্যক্তিদের মধ্য তিনজন পুরুষ, তিনজন নারী ও ৯টি শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলো নড়াইলের কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের আকাশ মোল্লা (৬০), হিরিনা বেগম (৫২), হাসু মোল্লা (৩৪), বিল্লাল মোল্লা (১৬), মোহাম্মদ মোল্লা (১২), আহমেদ মোল্লা (৮), রাবেয়া মোল্লা (৪), মনির মোল্লা (৩০), ঝরনা খাতুন (২৮), সুমাইয়া খাতুন (১১), আলামিন মোল্লা (৮), সুমাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (৪), ইব্রাহিম মোল্লা (২) ও তাজমা বেগম (৪০)। অচিন্তপুর ক্যাম্পের বিজিবি আজ শুক্রবার দুপুরে তাদের বিরামপুর থানায় হস্তান্তর করেছে।

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক