হোম > সারা দেশ > দিনাজপুর

চালককে কুপিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই

দিনাজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরলে এক চালককে কুপিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার ধামইর ইউনিয়নের মাটিয়ান গ্রামে পুকুরের ধার থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর। নিহত ভ্যানচালকের নাম আসাদুল ইসলাম (৩৫)। তিনি বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের যুগিহারী খাড়িপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আসাদুল দুই সন্তানের জনক।

নিহতের স্বজন আব্দুল আজিজ জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ভ্যানসহ বাড়ি থেকে বের হন আসাদুল। সর্বশেষ রাত ৯টায় বানিয়াপাড়া বাজারে তাঁকে দেখা যায়। এরপর অনেক রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। সকালে স্থানীয়দের কাছে মাটিয়ান পুকুরপাড়ে লাশ পড়ে থাকার কথা শুনে সেখানে গিয়ে আসাদুলের লাশ শনাক্ত করেন।

এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, সকালে জানতে পেরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পরে সুরতহাল করা হয়েছে। মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে, রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক