হোম > সারা দেশ > দিনাজপুর

পার্বতীপুরে তৃতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর থেকে তৃতীয় দিনের মতো সব রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জার রহমানকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করছেন বাসের মালিক ও শ্রমিকেরা। এ নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। 

এ সময় বক্তব্য দেন মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আফসার আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবু প্রমুখ। 

কর্মসূচিতে বক্তারা বলেন, ফয়জার রহমানকে হামলার ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আন্তজেলা তথা উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। 

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। রহিম শেখ নামের এক যাত্রী বলেন, ‘সৈয়দপুরে যাওয়ার জন্য এসে দেখি বাস বন্ধ। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হচ্ছে।’

বুলবুলি বেগম নামে আরেক যাত্রী বলেন, ‘বৃদ্ধ মাকে ডাক্তার দেখাতে রংপুরে যাব। এসে দেখছি বাস বন্ধ। এখন অটোরিকশায় যেতে হবে। বাস বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে অনেক অটোরিকশাচালকও ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। 

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ামাত্রই মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। 

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত