হোম > সারা দেশ > দিনাজপুর

ফেনসিডিলসহ আটক হাবিপ্রবি কর্মচারী পরিষদের নেতা কারাগারে

দিনাজপুর প্রতিনিধি

ফেনসিডিলসহ আটক দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মচারী পরিষদের নেতা পারভেজ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাঁকে আটক করে। পরে রাতেই তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। 

পারভেজ হোসেন (৩৬) দিনাজপুর পৌরসভার পাটুয়াপাড়া এলাকার আজগর আলীর ছেলে। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা (নতুন মহিলা হল) হলের ডাটা এন্ট্রি অপারেটর। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল কর্মচারী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক । 

পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকা থেকে চার বোতল ফেনসিডিল নিয়ে গাড়ি করে শহরে ঢুকছিলেন পারভেজ। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাঁর গাড়ি থামান। পরে কথাবার্তায় সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাতে বিজিবি বাদী হয়ে আটক পারভেজ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ (সোমবার) সকালে তাঁকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে কথা বলতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান ও প্রক্টর প্রফেসর ড. মামুনর রশীদকে মোবাইলে কল করা হলে তারা কেউ রিসিভ করেননি।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে