হোম > সারা দেশ > দিনাজপুর

ফেনসিডিলসহ আটক হাবিপ্রবি কর্মচারী পরিষদের নেতা কারাগারে

দিনাজপুর প্রতিনিধি

ফেনসিডিলসহ আটক দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মচারী পরিষদের নেতা পারভেজ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাঁকে আটক করে। পরে রাতেই তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। 

পারভেজ হোসেন (৩৬) দিনাজপুর পৌরসভার পাটুয়াপাড়া এলাকার আজগর আলীর ছেলে। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা (নতুন মহিলা হল) হলের ডাটা এন্ট্রি অপারেটর। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল কর্মচারী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক । 

পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকা থেকে চার বোতল ফেনসিডিল নিয়ে গাড়ি করে শহরে ঢুকছিলেন পারভেজ। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাঁর গাড়ি থামান। পরে কথাবার্তায় সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাতে বিজিবি বাদী হয়ে আটক পারভেজ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ (সোমবার) সকালে তাঁকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে কথা বলতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রার প্রফেসর ড. সাইফুর রহমান ও প্রক্টর প্রফেসর ড. মামুনর রশীদকে মোবাইলে কল করা হলে তারা কেউ রিসিভ করেননি।

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক