হোম > সারা দেশ > দিনাজপুর

টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে ১৬ মাস বয়সী বাচ্চার মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে দিনাজপুরের খানসামা উপজেলায় নেহা রায় নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকালে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের ধনুশাহ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নেহা রায় ওই গ্রামের দ্বীপেন রায়ের মেয়ে। 

পরিবার সূত্রে জানা যায়, মাত্র ১৬ মাস বয়সী নেহা রায় কেবল হাঁটা শুরু করছে। নিহতের সময় তাঁর মা কাজে ব্যস্ত থাকায় সে হাটতে হাটতে টিউবওয়েলের কাছে যায়। পরে ওই গর্তে পরে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নেহাকে ঐ গর্তে থেকে উদ্ধার করে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ইউপি চেয়ারম্যানসহ গিয়েছিলাম শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, এটি একটি অপমৃত্যু। সকলে নিজ সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে নিজ অবস্থান থেকে সচেতন থাকা জরুরি।

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক