হোম > সারা দেশ > দিনাজপুর

সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। আজ রোববার রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, নাতি, নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের ভাগনে অ্যাডভোকেট মহিউদ্দিন কাদের তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দেশে–বিদেশে চিকিৎসা নিয়েছেন। শারীরিক পরিস্থিতির অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে ঢাকা ল্যাবএইড স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং এক দিন, এক রাত আইসিইউতে রাখা হয়। আজ রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘ প্রায় ৪০ বছর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দিনাজপুর-৫ আসনে (ফুলবাড়ী-পার্বতীপুর) থেকে টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা