হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর সদরে কাল থেকে এক সপ্তাহের লকডাউন

প্রতিনিধি

দিনাজপুর: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে ১৫ জুন থেকে ২১ জুন মোট সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয় দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সদর উপজেলার সকল প্রকার বাজার দোকানপাটে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সদরের ওষুধ, কাঁচাবাজার ও খাদ্যসামগ্রীর দোকান ব্যতীত অন্য সকল দোকান ও মার্কেট বন্ধ রাখতে বলা হয়েছে। মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সদর উপজেলার সকল প্রকার গণপরিবহন, ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র কৃষি ও জরুরি সেবা চালু থাকবে। 

সভায় অনলাইনে যুক্ত হন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেন, জীবনের প্রয়োজনে আমাদের কিছু ক্ষতির শিকার হতে হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের প্রণোদনার ব্যবস্থা করা হবে। সবাই যেন ঘরে থাকে সে জন্য প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা পালন করতে হবে। আমি মনে করি আমাদের করোনা সংক্রমণে হার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, করোনা প্রতিরোধ কমিটির সচিব ও সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম প্রমুখ, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সুজা উর রব চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি স্বরপ বকসী প্রমুখ।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা