হোম > সারা দেশ > দিনাজপুর

১৮ বছর ধরে জব্দকৃত ৫০ ট্রাক পণ্য ধ্বংস করল হিলি কাস্টমস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুদামে ১৮ বছর ধরে জমে থাকা বিভিন্ন সংস্থার জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুরে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে হিলির জালালপুর শ্মশানের পার্শ্বে মাটি খুঁড়ে এ সব পণ্যে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করা হয়।

হিলি কাস্টমস কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৪ সাল থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত ৬ হাজার ৫৫টি মামলার বিপরীতে থাকা সার, কীটনাশক, পাটের বীজ, ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, কসমেটিক, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্যসহ ৫০ ট্রাক পণ্য ধ্বংস করা হয়েছে। এ সময় সেখানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক ছামিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক শাহ নেওয়াজ, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক উপেন্দ্রনাথ হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

হিলি কাস্টমসের উপকমিশনার বায়জিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন থেকে এসব মালামাল হিলি কাস্টমস গোডাউনে জমা ছিল। মালামালগুলো ধ্বংস করার জন্য তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা মালামালগুলো ধ্বংস করলেন। কত টাকার মালামাল তাঁরা ধ্বংস করেছেন সে বিষয়ে তারা এখনো অ্যাসেসমেন্ট করেননি। তবে সব মিলিয়ে প্রায় ৫০ ট্রাক পণ্য হবে।’

ধ্বংসকৃত পণ্যের মধ্যে ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, মেয়াদোত্তীর্ণ পাটের বীজ, কসমেটিক, সারসহ বিভিন্ন খাদ্যদ্রব্য রয়েছে বলেও জানান কাস্টমস কর্মকর্তা বায়জিদ হোসেন।

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত