হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রাশেদুল ইসলাম (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক মো. জাহাঙ্গীর আলম (২৮) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ভোগনগর ইউনিয়নের ফেরদৌস হাস্কিং মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত রাশেদুল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে এবং ভ্যানচালক মো. জাহাঙ্গীর আলম একই এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে। 

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজেকুল ইসলাম জানান, কবিরাজ হাট হতে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিল কয়েকজন যাত্রী। পথে ভোগনগর ইউনিয়নের ফেরদৌস হাস্কিং মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি যাত্রীবাহী অজ্ঞাত বাস ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই মো. রাশেদুল ইসলাম নামে এক ভ্যানের যাত্রী নিহত হয় এবং ভ্যানচালক মো. জাহাঙ্গীর আলম আহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই পুলিশ রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক