হোম > সারা দেশ > দিনাজপুর

বিরলে নৈশপ্রহরী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১ 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে নৈশপ্রহরী কৃষ্ণ কান্ত রায় জনাকু হত্যাকাণ্ডের ঘটনায় সুবাস চন্দ্র রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে কাহারোল উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সুবাস চন্দ্র রায় ওরফে কাইচালু (৩৮) বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের আজিমপুর (ধনেশ মেম্বারপাড়া) গ্রামের বৈদ্যনাথ রায়ের ছেলে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কৃষ্ণ কান্ত রায়ের ছেলে যাদব চন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত কয়েক দিন তদন্ত করে মূল হত্যাকারী আজিমপুর (ধনেশ মেম্বারপাড়া) গ্রামের বৈদ্যনাথ রায়ের ছেলে সুবাস চন্দ্র রায় ওরফে কাইচালুকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। নিহতের ছেলের মামলাতেই সুবাস চন্দ্রকে গ্রেপ্তার দেখানো হয়। বিজ্ঞ আদালতে পাঠিয়ে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক লিপিবদ্ধ করা হয়েছে। সুবাসের দেওয়া স্বীকারোক্তিতে আরও একজন জড়িত আছে বলে জানা গেছে। 

ওসি আরও বলেন, সুবাস নিহত কৃষ্ণ কান্তকে হত্যা করার জন্য ঘটনার এক মাস আগেই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি তৈরি করেন। পূর্বের একাধিক বিষয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে সুযোগের অপেক্ষায় থেকে ঘটনার দিন অর্থাৎ গত ২৮ জুলাই শুক্রবার ভোরে একজন সহযোগীকে সঙ্গে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। 

হত্যাকাণ্ডে সহযোগিতা করা ওই ব্যক্তির নাম প্রকাশ না করলেও তিনি মাদকসেবী, মাদক কারবারি ও চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ওসি।

উল্লেখ্য, ২৮ জুলাই ভোর আনুমানিক ৪টার সময় বিরল থানার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের ভদ্রবাজারের নাইট গার্ড কৃষ্ণ কান্ত রায় ওরফে জোনাকুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড