হোম > সারা দেশ > দিনাজপুর

ঘোড়াঘাটে আগুনে পুড়ল চার দোকান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ৩ নম্বর সিংড়া ইউনিয়নের মন্দির মার্কেটে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ মার্কেটের রূপক কুমারের মোটরসাইকেল সার্ভিসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গোখাদ্য ও মোবাইল যন্ত্রপাতির চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে দোকান গুলোতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সার্ভিসের দোকান মালিক রূপক কুমার সরকার বলেন, ‘আমার দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই দোকানের ওপর আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম।’ 

গো খাদ্যের দোকান মালিক দিলীপ কুমার বলেন, ‘আমার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের চারটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্ত দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। পাশাপাশি এসব দোকানে থাকা আরও প্রায় ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ভল্কানাইজিং দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা