দিনাজপুরের নবাবগঞ্জে জমি চাষে ব্যবহৃত ট্রাক্টর চালাতে গিয়ে সুজন মোহন্ত (৩০) নামে এক ট্রাক্টর মালিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সুজন মহন্ত উপজেলার ২ নম্বর বিনোদ নগর ইউনিয়নের বড় মাগুরা গ্রামের দাশপাড়ার শ্রী মাধব মহন্তের ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে চালক না আসায় ট্রাক্টর মালিক সুজন মহন্ত নিজেই ট্রাক্টর চালিয়ে গ্রামের বেশ কিছু জমি চাষ করেন। ফেরার পথে কাঁদা যুক্ত জমি থেকে নবাবগঞ্জ–কাচদহ পাকা সড়কে উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে গিয়ে কাদায় চাপা পড়েন সুজন। পরে স্থানীয়রা উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুল ইসলাম জানান, মৃত সুজন মহন্তের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।