দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, চলমান কোটা আন্দোলনে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাশকতা করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সুনির্দিষ্টি অভিযোগ থাকায় সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।
বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।