হোম > সারা দেশ > দিনাজপুর

বিএনপি-জামায়াত শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল: ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বিএনপি-জামায়াত আমলে শিক্ষাঙ্গনে মাদক ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। শিক্ষার্থীরা কলমের বদলে মাদক ও অস্ত্র তুলে নিয়েছিল। দেশ ধ্বংসের পাঁয়তারা করছিল বিএনপি-জামায়াত। 

আজ রোববার দিনাজপুরে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এসব কথা বলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা প্রশাসন এর আয়োজন করে। চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে হয় এ অনুষ্ঠান। এতে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব সহযোগিতা করে।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাঙ্গনে এখন আর কেউ মাদক ও অস্ত্র তুলে নেয় না। শেখ হাসিনা শিক্ষাঙ্গনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছেন। তাই আজ দেশে শিক্ষার হার বাড়ছে, দেশ এগিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান জানিয়ে ইকবালুর বলেন, এ জন্য শিক্ষার্থীদের সামনে এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের অবশ্যই স্মার্ট হতে হবে। বর্তমান শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপসচিব মোরারজি দেশাই, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইকবালুর বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ