দিনাজপুরের ফুলবাড়ীতে রেলে কাটা পড়ল এক অজ্ঞাত নারীর (৫০) পা। রক্তক্ষরণ অবস্থায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই নারীকে উদ্ধার করেন স্থানীয়রা। এখনো তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার রাত ৮টার দিকে ফুলবাড়ী রেল স্টেশনের উত্তর দিকে রেললাইনের পাশ থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র আন্তনগর ট্রেন ফুলবাড়ী রেল স্টেশন থেকে পার্বতীপুর অভিমুখে ছেড়ে যাওয়ার সময় অজ্ঞাত ওই নারী ট্রেন থেকে পড়ে যান। এ সময় তাঁর ডান পায়ের গোড়ালির ওপরের অংশ পর্যন্ত কাটা পড়ে। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁর ডান হাতে সাদা শাঁখা পরা ছিল।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে থানার পুলিশ অজ্ঞাত ওই নারীর পরিচয় নিশ্চিতের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি একজন ভবঘুরে মানুষ বলে জানান তিনি।