হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে দলিল লেখক জেলহাজতে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুসা আলম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলীতে এ ঘটনা ঘটে। আটক মুসা আলম পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দলিল লেখক।

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গৃহবধূ ফুলবাড়ী থেকে আশ্রয়ণ প্রকল্পের নিজ বাড়িতে যাওয়ার সময় পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলীতে মুসা আলম ওই গৃহবধূর পথরোধ করে জোরপূর্বক রাস্তার পাশের ধানখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মুসা আলমকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধারসহ মুসা আলমকে আটক করে থানায় নেয়। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মুসা আলম ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আটক করে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা