হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে ট্রাকচাপায় ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় মঙ্গলী কিস্কু (৫৫) নামের এক ভ্যানযাত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার জয়নগর এলাকার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঙ্গলী কিস্কু জেলার হাকিমপুর উপজেলার (ডাঙ্গাপাড়া) নয়ানগর গ্রামের রবীন মুর্মুর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলী কিস্কু ফুলবাড়ী থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানে বিরামপুর যাচ্ছিলেন। পথে জয়নগর ইটভাটার সামনে ফুলবাড়ী থেকে ঢাকাগামী একটি দিবা কোচ বিরামপুর অভিমুখে যাওয়ার পথে ফুলবাড়ীগামী একটি ট্রাক ওভারটেক করার সময় পাশে ব্যাটারিচালিত রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী মঙ্গলী কিস্কু এবং ভ্যানচালক আখের আলী (৫২) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলী কিস্কুকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক আখের আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় থানা-পুলিশ খবর পেয়ে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে যান এবং কোচটিকে আটক করা যায়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা