হোম > সারা দেশ > দিনাজপুর

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে স্বামী হত্যার দায়ে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি।

সাজাপ্রাপ্ত শরিফা বেগম (২৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চান্দোয়াপাড়া গ্রামের শাহাজাদ হোসেনের স্ত্রী এবং একই উপজেলার ভোটগাছ গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে। 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে শাহাজাদ হোসেন টাঙ্গাইলের একটি চালকলে কাজ করতে যান। এ সময় পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী শরিফা বেগম। ২০২১ সালের ১৪ এপ্রিল শাহাজাদ হোসেন বাড়ি ফিরলে শরিফা বেগম তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা করেন। 

এই ঘটনায় শাহাজাদ হোসেনের ছোট ভাই মমিনুর রহমান বাদী হয়ে শরিফা বেগমকে একমাত্র আসামি করে পার্বতীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতে মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক