হোম > সারা দেশ > দিনাজপুর

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তে ৮ নারী-শিশুসহ আটক ১৬

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দিনাজপুরের বিরল সীমান্ত থেকে আট নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির খোপড়াগ্রাম ৩৩১-এর-৩ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মানিক চন্দ্র রায় (৩৫), সাদিপ চন্দ্র রায় (২৫), সাদিপ রায়ের স্ত্রী জয়ন্তী রানী (২২), তাঁদের সন্তান রবিজিৎ (৪), ফটিক চন্দ্র রায়ের স্ত্রী সাদিকা রায় (৪৫), মিলন সরেন (২৮), পারভীন (৩৭), তাঁর কন্যা মিনাশ্রী মন্দিরা (১), রুবেল চন্দ্র রায় (২০), চিন্ময় চন্দ্র রায় (২৪) পার্থ চন্দ্র রায় (২৮), খোকন রায় (২৬), রতন চন্দ্র রায় (৩৭), কাজল চন্দ্র রায় (২৫), শিশু ভৈরব চন্দ্র (৫) ও মাধব চন্দ্র (১.৫)।

জানা গেছে, আটক ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে গোপনে অবৈধভাবে কিশোরীগঞ্জ বিওপির খোপড়াগ্রাম এলাকা দিয়ে ভারতে যেতে চেয়েছিলেন। খবর পেয়ে কিশোরীগঞ্জ কোম্পানির কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন বয়সী ১৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দিনাজপুরের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত