হোম > সারা দেশ > দিনাজপুর

শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

সামিয়েল মার্ডি। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাতা সামিয়েল মার্ডি (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সামিয়েলের স্ত্রী ও এক প্রতিবেশী যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাশুড়ি বাহা বেসরা (৫৫) মৃত বুদরা হাসদার স্ত্রী। আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন সামিয়েলের স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং প্রতিবেশী সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে মিনি হাসদা বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। এতে সামিয়েল মার্ডি খেপে গিয়ে গতকাল রাত ১টার দিকে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই বাহা বেসরা মারা যান। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং প্রতিবেশী বিকাশ কিস্কু এগিয়ে এলে তাদের কুপিয়ে আহত করেন সামিয়েল। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ পেয়ে রাত ২টায় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুরের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানে দুই ঘণ্টা অভিযান চালিয়ে সামুয়েলকে গ্রেপ্তার করে। বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করে। বাহা বেসরার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড