হোম > সারা দেশ > দিনাজপুর

শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

সামিয়েল মার্ডি। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাতা সামিয়েল মার্ডি (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সামিয়েলের স্ত্রী ও এক প্রতিবেশী যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাশুড়ি বাহা বেসরা (৫৫) মৃত বুদরা হাসদার স্ত্রী। আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন সামিয়েলের স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং প্রতিবেশী সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে মিনি হাসদা বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। এতে সামিয়েল মার্ডি খেপে গিয়ে গতকাল রাত ১টার দিকে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই বাহা বেসরা মারা যান। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং প্রতিবেশী বিকাশ কিস্কু এগিয়ে এলে তাদের কুপিয়ে আহত করেন সামিয়েল। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ পেয়ে রাত ২টায় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুরের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানে দুই ঘণ্টা অভিযান চালিয়ে সামুয়েলকে গ্রেপ্তার করে। বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করে। বাহা বেসরার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ