হোম > সারা দেশ > দিনাজপুর

দুই মাস বন্ধ থাকার পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দুই মাস সাত দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু করা হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু হলেও আজ মঙ্গলবার সকাল থেকে পূর্ণমাত্রায় উত্তোলনকাজ শুরু হয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পিইপিঅ্যান্ডএম) মো. আবু তালেব ফরাজী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় ৮ লাখ মেট্রিক টন পাথর মজুত রয়েছে। বন্ধ থাকা অবস্থায় দুই মাসে ২ লাখ টনের বেশি পাথর বিক্রি হয়েছে।

খনি কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু হলেও আজ মঙ্গলবার সকাল থেকে খনি ভূগর্ভ থেকে পূর্ণমাত্রায় উত্তোলনকাজ শুরু হয়েছে। তাতে প্রতিদিন গড়ে ৫ হাজার টনের বেশি পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে খনি থেকে পাথর উত্তোলনের কাজ করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। প্রতি মাসে উৎপাদন বাড়লেও পাথর বিক্রিতে গতি না থাকায় খনির ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১০ লাখ টন পাথরের বিশাল মজুত গড়ে ওঠে।

পাথর রাখার স্থান সংকুলান না হওয়ার কারণ দেখিয়ে গত ১ ফেব্রুয়ারি খনির উৎপাদনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে। এ সময় খনি থেকে পাথর উত্তোলনের কাজে কর্মরত সাত শতাধিক শ্রমিক-কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা