হোম > সারা দেশ > দিনাজপুর

শয়নকক্ষে ঝুলছিল গৃহবধূর লাশ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামায় লাবনী আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া দোলাপাড়া গ্রামে নিজের বাড়ির শয়নকক্ষে তাঁর লাশ পাওয়া যায়।

লাবনী ওই এলাকার ছাইদুল ইসলামের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পরিবারের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা হয়। সম্প্রতি লাবনী আক্তার ২০ দিন ধরে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরে তাঁর খোঁজ মিললে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের মধ্যস্থতায় গতকাল রোববার (১৩ জুলাই) স্বামী ছাইদুল ইসলাম তাঁকে বাড়িতে নিয়ে আসেন। আজ সকালে স্বামী কর্মস্থলে (ফতেজংপুর ইপিজেড) চলে গেলে শাশুড়ি ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। লাবনীর বাবার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে। পিতার নাম মো. মোস্তাকিম।

২০ দিন নিখোঁজের বিষয়ে মীমাংসার সময় নিহত গৃহবধূর ভাষ্য ছিল, তিনি তাঁর বোনের বাসায় ছিলেন। কিন্তু তাঁর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি পরকীয়া প্রেমিকের সঙ্গে ছিলেন। অনেক খোঁজার পরেও আত্মীয়স্বজনের বাসায় তাঁর খোঁজ মেলেনি।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পারিবারিক কলহ ছিল বলে জানা গেলেও পরকীয়ার বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত