হোম > সারা দেশ > দিনাজপুর

এক সপ্তাহ পর ফের চালু মধ্যপাড়ায় পাথর উত্তোলন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

আজ সকাল ৮টার শিফট থেকে খনিতে পুরোদমে উত্তোলনকাজ শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে (এসজিএমসিএল) এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে পাথর উত্তোলন কার্যক্রম। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার শিফট থেকে খনিতে পুরোদমে উত্তোলনকাজ শুরু হয়।

এর আগে শ্রমিকদের কিছু অনৈতিক ও অযৌক্তিক দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর জেরে গত ২ জুলাই রাতে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানিয়া করপোরেশন লিমিটেড (জিসিএল) এক নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য খনির কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিটিসির নিয়োগকৃত কিছু শ্রমিক ধর্মঘটের ডাক দেন এবং জোর করে অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেন। এতে ভূগর্ভস্থ খনির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। নিরাপত্তার শঙ্কায় বিদেশি বিশেষজ্ঞরাও খনিতে প্রবেশে অনীহা প্রকাশ করেন।

এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, খনি কর্তৃপক্ষ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা একাধিক বৈঠক করেন। এর ধারাবাহিকতায় বুধবার (৯ জুলাই) দুপুরে এক সমঝোতা বৈঠকে উভয় পক্ষ মতৈক্যে পৌঁছালে খনির পরিস্থিতি স্বাভাবিক হয়।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন বলেন, ‘জিটিসি ও শ্রমিকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আজ সকাল ৮টা থেকে পাথর উত্তোলন পুরোদমে শুরু হয়েছে। শ্রমিকেরাও কাজে যোগ দিয়েছেন।’

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা