হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে প্যানেল মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের চার মামলা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালসহ আটজনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়।

দুদক দিনাজপুরের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, আজ দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছেন। প্রথম মামলায় দিনাজপুর পৌরসভার বর্তমান প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের বিরুদ্ধে ৯৩ লাখ ৪০ হাজার ৩০৬ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে।

দ্বিতীয়টিতে বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো. লিয়াকত আলী সরকারসহ চারজনের বিরুদ্ধে পৌরসভার হোসেন আলী মার্কেটের নির্মাণকাজে ৪ কোটি ১৩ লাখ ১০ হাজার ৫৮০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। অন্য আসামিরা হলেন এস এম সফিকুল আলম ওরফে ডাবলু, এস এম রবিউল ইসলাম ও মো. জুয়েল মিয়া।

আরেকটি মামলায় দিনাজপুরের সাবেক জেল সুপার মো. সাঈদ হোসেনের বিরুদ্ধে ৮৭ লাখ ৪৭ হাজার ৩০২ টাকা এবং তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে ২ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৬২৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া একই দিন পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া মজিদপুর এলাকার মেসার্স আরএম ট্রেডার্স আরএম ব্রিকস ও আরএম আয়রন কারখানার স্বত্বাধিকারী মো. রাহেনুল ইসলামের বিরুদ্ধে ৪৪ লাখ ৪৫ হাজার ৬৩৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে মামলা করেছেন।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ