হোম > সারা দেশ > দিনাজপুর

রেলপথে সিমেন্টের স্লিপার-বাঁশ, কচুরিপানায় আগুন, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে রেলপথে সিমেন্টের তৈরি স্লিপার ও বাঁশ ফেলে কচুরিপানায় আগুন দেওয়া হয়। দূর থেকে তা দেখে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্তনগর (৭৪৮ ডাউন) ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। গতকাল মঙ্গলবার রাতে বিরামপুর রেলস্টেশনের পাশেই এ ঘটনা ঘটে।

বিরামপুর রেলস্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে বিরামপুর রেলস্টেশন থেকে খুলনাগামী (৭৪৮ ডাউন) আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে কিলোমিটার ৩৪৯ /১-২ সীমানা (কল্যাণপুর) গ্রাম এলাকায় রেলপথের ওপর আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে দেখা যায়, রেলপথের ওপর সিমেন্টের তৈরি স্লিপার ও বাঁশ ফেলে কচুরিপানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে আনসার ও পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে এবং রেলপথের ওপর থেকে সিমেন্টের সিপ্লার ও বাঁশ সরিয়ে ফেলা হয়। এ ঘটনার প্রায় ৪৩ মিনিট পর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জিআরপি পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পার্বতীপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) কাজল হক রাতেই আটজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় বিরামপুর উপজেলা বিএনপির যুগ্সা-ধারণ সম্পাদক হায়দার আলীকে (৫৫) রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত