হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে পুলিশের বাধা পেরিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, মোমবাতি প্রজ্বালন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করে দুই শতাধিক অভিভাবকও উপস্থিত ছিলেন। 

আজ শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গোর-এ-শহীদ মাঠের পশ্চিম প্রান্তে জড়ো হতে থাকেন। সেখানে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা কোনো কর্মসূচি পালন করতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পরে শহরের বালুবাড়ি শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হতে থাকেন তাঁরা। সেখানেও পুলিশ বাধা দেয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে পৌনে সাতটায় বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন শিক্ষার্থীরা।

শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আন্দোলনকারী নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ সময় তাঁরা মোমবাতি ও মোবাইলের আলো জ্বালিয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালন করেন। শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বৃষ্টিতে ভিজে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন তাঁরা।

এর আগে শহরের দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বিকেল পাঁচটায় কিছু পুরুষ ও নারী জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে