দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেকিপুল বাজারের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী গোলজার আলী (৪৫) ও ফজলে রাব্বী দুলাল (৪০)। দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক ননী গোপাল বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলজার আলীর বাড়ি চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায়। আর ফজলে রাব্বী দুলালের বাড়ি খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডুবলিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, রাণীরবন্দর থেকে মোটরসাইকেল যোগে গোলজার আলী ও দুলাল বেকিপুল বাজার এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।