হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে গ্রীষ্মকালে পড়ছে কুয়াশা 

দিনাজপুর প্রতিনিধি

গ্রীষ্মকালে প্রচণ্ড গরম আর কালবৈশাখীর সঙ্গে দিনাজপুরবাসী পরিচিত হলেও এই সময়ে কুয়াশার সঙ্গে পরিচিত নয় তারা। অথচ গতকাল শনিবার গ্রীষ্মের এই ভরা মৌসুমে কুয়াশা প্রত্যক্ষ করেছে দিনাজপুরবাসী। হঠাৎ করে এ ধরনের বৈচিত্র্যময় আবহাওয়ায় জেলাবাসী উৎকণ্ঠিত হয়ে পড়েছে। 

দিনাজপুরে রাতে শীতের আবহাওয়া বিরাজ করায় অনেককেই বাধ্য হয়ে গায়ে নিতে হচ্ছে কাঁথা-কম্বল। মাঝেমধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সকালবেলা হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। 

কৃষক সাজেদুর রহমান বলেন, ‘এ ধরনের আবহাওয়া আগে কখনো দেখি নাই। দিনের বেলা প্রচণ্ড রোদ, মাঠে দাঁড়ানোই যায় না। আবার কখনো শিলাবৃষ্টি হচ্ছে। এত বড় বড় শিলা পড়ছে যে ভয় লাগে। আমরা যখন মাঠে কাজ করি, কোথাও তো আশ্রয় নেওয়ার  জায়গা থাকে না। আবার রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে।’ 

দিনাজপুর আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গত দুই দিন বৃষ্টি হওয়ার পর রোদ হওয়ায় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা হতে পারে। এতে ক্ষতির কোনো আশঙ্কা নেই। দুই-এক দিন এ ধরনের আবহাওয়া থাকতে পারে। এ ছাড়া আগামী এক সপ্তাহ থেমে থেমে বৃষ্টি হতে পারে, হতে পারে শিলাবৃষ্টিও। এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। 

দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, এ সময় সাধারণত মৌসুমি সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। সবাইকে অতিরিক্ত রোদ কিংবা ঠান্ডা লাগানো পরিহার করতে হবে।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে