হোম > সারা দেশ > দিনাজপুর

কালবৈশাখী ঝড়ে ভ্যানচালক সামসুলের পরিবার খোলা আকাশের নিচে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন ভ্যানচালক সামসুল হক। গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় তাঁর একমাত্র ঠাঁই টিনের চালার নড়বড়ে ঘরটি। শোয়ার ঘরের টিনের চালা, রান্নাঘরের ছাউনি, বেড়া আর ঘরের আসবাবপত্র ঝড়ের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায়। এখন পরিবারের সদস্যসহ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন সামসুল। 

গত শুক্রবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দাউদপুর (চণ্ডিপুর) গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সামসুল হকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ঝড়ের পর দিন উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে সামসুল হক লিখিত আবেদন করেছেন। ঝড়ের কবলে বাড়িতে থাকা তাঁর একমাত্র ভ্যানটিও নষ্ট হয়ে যাওয়ায় তাঁর আয়ের পথও বন্ধ হয়ে গেছে। ঝড়ে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, কাঁথা-বালিশ, বিছানাপত্র রান্নাঘরের জিনিসপত্রসহ খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে। তাঁর বাড়িতে এখন খাবারের চুলাও জ্বলছে না। এ ছাড়া বাড়ির গরু-ছাগল ও হাঁস-মুরগিগুলো রাখার জায়গা না থাকায় অনেকটাই বিপদে পড়েছেন সামসুল। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত সামসুল হক আর্থিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। তাঁকে খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়েছে। সরকার থেকে আর্থিক বরাদ্দ আসলে তাঁকে সহযোগিতা করা হবে। 

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে