প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
ভেজাল মধু রেখে পালিয়েছেন এক বিক্রেতা। উপজেলার সদরের অদুরে তর্পনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোকছেদুল মোমিন জানান, আজ শনিবার সকালে ভেজাল মধু বিক্রি হচ্ছে জেনে ঘটনাস্থলে যান তিনি। মধু জব্দ করলে বিক্রেতা মধুতে ভেজাল দেওয়ার কথা স্বীকার করে এক ফাঁকে পালিয়ে যান। পরে জব্দকৃত মধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধ্বংস করা হয়।
এ সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাদিয়া কাসেম সাফা, ডা. আতিয়া জাহান শান্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।